অর্থনীতি

ইভ্যালির অ্যাকাউন্ট থেকে ৩ হাজার ৮শ’ কোটি টাকার লেনদেন

Hafijul Haque Ujjal

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৫শে নভেম্বর ২০২১ ০১:২৮:০৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইভ্যালির বিভিন্ন অ্যাকাউন্ট থেকে তিন হাজার আটশ’ কোটি টাকার লেনদেন হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব লেনদেনকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছে হাইকোর্ট।

বৃহস্পতিবার সকালে আদালতে এই প্রতিবেদন দাখিল করা হয়েছে।

এদিকে, ই-কমার্সের প্রতারিত গ্রাহকদের জন্য ৮ দফা সুপারিশ প্রণয়ণের তথ্য হাইকোর্টকে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, এ সংক্রান্ত সুরক্ষা কমিটি এসব সুপারিশ প্রস্তুত করবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ই-ভ্যালির বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে প্রায় তিন হাজার নয়শ’ কোটি টাকা লেনদেন হয়েছে। 

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা আরার ১৩টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মোট ৬৭টি হিসাবের দলিল বিশ্লেষণ করা হয়েছে।  সেখানে ইভ্যালির নামে ৩৬টি অ্যাকাউন্টে বড় অংকের লেনদেন হয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে মোহাম্মদ রাসেল ও শামীমা ৫৬ কোটি টাকা ঋণও গ্রহণ করেন।

আরও পড়ুন