জাতীয়, বিশেষ প্রতিবেদন

'ঈদে মানুষ বাড়িতে যাওয়ায় করোনার সংক্রমণ প্রায় ৫-৬ গুণ বাড়বে'

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

রবিবার ২৫শে জুলাই ২০২১ ০৩:১৩:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঈদে মানুষ বাড়িতে যাওয়া-আসায় করোনার সংক্রমণ প্রায় ৫-৬ গুণ বাড়বে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার দুপুরে, বিএসএমএমইউ'র করোনা ফিল্ড হাসপাতাল পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজধানীর হাসপাতালে ভর্তি ৭৫ শতাংশ করোনা রোগী গ্রাম থেকে এসেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এদের বেশিরভাগই টিকা নেননি। সারা দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া ও স্বাস্থ্যবিধি না মানাই সংক্রমণ বাড়ার বড় কারণ। গ্রামের চিত্র আশংকাজনক। শহরে হাসপাতালে ভর্তি করোনা রোগীর ৭৫ শতাংশ গ্রাম থেকে আসা। ঈদে গ্রামে যাওয়া আসার কারণে করোনা সংক্রমণ ৫ থেকে ৬ গুণ বেড়েছে।

আগামী মাসে এক কোটি মানুষকে টিকা দেয়ার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ২১ কোটি ডোজ টিকা প্রয়োগের পরিকল্পনা করা হচ্ছে। ভবিষ্যতে গ্রামে শুধু জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে। এ সময় দেশে আট কোটি ডোজ টিকা সংরক্ষণের সক্ষমতা আছে বলে জানান তিনি। এছাড়া ভারত থেকে প্রতি সপ্তাহে দু'শো টন অক্সিজেন আসবে বলেও জানান তিনি।  

ডেঙ্গুর প্রকোপে উদ্বেগ জানিয়ে মন্ত্রী বলেন, রাজধানীর কয়েকটি হাসপাতালকে ডেঙ্গু চিকিৎসার জন্য নির্দিষ্ট করে দেয়া হয়েছে। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার ডেঙ্গু ও করোনা রোগীদের জন্য আলাদা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়েছে।

আরও পড়ুন