অর্থনীতি, রাজধানী

নিম্নবিত্তের ভরসা অর্ধ-পঁচা পেঁয়াজ

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই নভেম্বর ২০১৯ ১১:০৩:০৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চড়া দাম দিয়ে দোকান কিংবা খোলা বাজার থেকে পেঁয়াজ কেনার সক্ষমতা হারিয়েছেন রাজধানীর নিম্নবিত্ত মানুষ।

কম দামে, কারওয়ান বাজারের পাইকারদের ফেলে দেয়া অর্ধ-পঁচা পেঁয়াজ কিনে চাহিদা মেটাচ্ছেন নিত্য প্রয়োজনীয় পণ্যটির। বলছেন, পকেটের ভারসাম্য বজায় রাখতে এছাড়া আর কোন উপায় নেই।

সবার কাছে জঞ্জাল অথবা ফেলনা। আর, এই দুই কিশোরীর কাছে, জীবিকার উৎস। কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীদের ফেলে দেয়া পেঁয়াজও এখন আয়ের যোগান দিচ্ছে অসহায় মানুষের।

কারওয়ান বাজারের আরেক প্রান্তে আপাতদৃষ্টিতে খাওয়ার অযোগ্য পেঁয়াজ আরেক দফা পরিস্কার পরিচ্ছন্ন হয়। কয়েক প্রস্থ খোসা ঝেড়ে ফেলে, শোভন চেহারা ধারণ করে বিক্রয়যোগ্য চেহারা পায় পেঁয়াজগুলো।

এক মাসেরও বেশি হয়ে গেছে, পেঁয়াজের চড়া দাম। তাই, নিম্নবিত্ত মানুষের নাভিশ্বাস এখন স্বস্তি খুঁজছে তুলনামূলক অল্প দামের পেঁয়াজ বাজারে।

গত ২৯শে সেপ্টেম্বর, পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। তারপর থেকে বেড়েই চলেছে দাম। সরকারের পক্ষ থেকে কয়েকদফা আশ্বাস দিলেও, বাজার স্বাভাবিক হয়নি এখনও।

আরও পড়ুন