বাংলাদেশ, জাতীয়, জেলার সংবাদ

উত্তরাঞ্চলে দরিদ্রদের সহযোগিতার ৬৬ ভাগ যাচ্ছে স্বচ্ছলদের কাছে

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বুধবার ১৬ই সেপ্টেম্বর ২০২০ ০৩:০২:০৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের অধিক দারিদ্র পীড়িত জেলাগুলোতে সরকারের সামাজিক সুরক্ষা সহযোগিতার ৬৬ শতাংশই চলে যাচ্ছে সচ্ছলদের কাছে। মাত্র ৩৪ শতাংশ গরীব লোক এসব সুবিধা পেলেও এ জন্য তাদের  বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।

গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ও উন্নয়ন প্রতিষ্ঠান অক্সফাম উত্তর পশ্চিমাঞ্চলের চার জেলা কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারি ও রংপুরের সামাজিক সুরক্ষা কার্যক্রমের দক্ষতা মুল্যায়নে ভার্চুয়াল আয়োজন করে। এই মুল্যায়নে সুবিধা প্রাপ্তির এই বৈষম্য তুলে ধরা হয়।

দুর্গত এলকায় কোথায় কোথাও মাত্র ১০ কেজি চাল দেওয়া হয়েছে এমন তথ্য দিয়ে সুবিধাভোগীরা প্রশ্ন তোলেন শুধু একবার দেওয়া এই চালে কিভাবে একটি পরিবার চলতে পারে।

সুবিধা ভোগী নির্বাচনে, দলীয় পরিচয়, আত্বীয়তা এবং পেশিশক্তিকেও জনপ্রতিনিধিরা প্রাধন্য দেন বলে অভিযোগ করেন সুবিধাভোগীরা। পরিস্থিতির উন্নয়নে সরকারি উদ্যোগে দরিদ্র লোকের সঠিক তথ্যভান্ডার গড়ে তোলা, বরাদ্দের পরিমান বাড়ানো, দুর্নীতি নিমুর্লের সুপারিশ করেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন