জেলার সংবাদ, আইন ও কানুন

এই প্রথম পুলিশে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন বাবা-মা

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই নভেম্বর ২০১৯ ০৫:১১:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রথা ভেঙে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত ১১ কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন তাদের বাবা-মা ও পরিবারের সদস্যরা।

এক কাঁধে কমিশনার মো. মাহাবুবর রহমান এবং আরেক কাঁধে পরিবারের সদস্যরা তাদের পরিয়ে দিয়েছেন র‌্যাংক-ব্যাজ। এসময়, সিএমপি কমিশনারের সম্মেলনকক্ষে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। রবিবার সকালে, সিএমপি কমিশনারের আমন্ত্রণে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পাওয়া ১১ কর্মকর্তার কয়েকজন মা-বাবা, স্ত্রী নিয়ে আসেন র‌্যাংক-ব্যাজ পরতে।

সাধারণত পদোন্নতির পর র‌্যাংক-ব্যাজ পরিয়ে দেন জ্যেষ্ঠ কোনো কর্মকর্তা। কিন্তু, এবার সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান র‌্যাংক-ব্যাজ পরানোর সময় পদোন্নতিপ্রাপ্তদের পরিবারের সদস্যদেরও নেন, যা বাংলাদেশ পুলিশে এবারই প্রথম।

ব্যতিক্রমী এই উদ্যোগ সম্পর্কে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবর রহমান জানান, 'একজন পিতা মাতার অনেক ত্যাগের বিনিময়ে সন্তানকে বড় করেন। তাদের কষ্টের বিনিময়েই দেশ একজন পুলিশ সদস্য পায়। দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা পরিবার পরিজনকে ঠিকমতো সময় দিতে পারেনা। তাই, পদোন্নতিপ্রাপ্তদের মা-বাবা ও পরিবারের সদস্যদেরও সম্মান জানালো চট্টগ্রাম মেট্টাপলিটন পুলিশ। এই উদ্যোগ পুলিশ সদস্যদের কাজে আরও গতি আনবে।'

পদোন্নতি পাওয়া ১১ পুলিশ পরিদর্শক হলেন মোস্তফা কামাল, কায়সার হামিদ, লিয়াকত আলী, রাশেদুল ইসলাম, আতিকুল ইসলাম, ফরিদুল আলম, শফিকুর রহমান, মোহাম্মদ মহিদুল আলম, সাহিদা আক্তার, মোহাম্মদ কাইছার হামিদ এবং শিবেন বিশ্বাস।

এ সময়, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, এস এম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত উপ-মহা পুলিশ পরিদর্শক শ্যামল কুমার নাথ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন