অন্যান্য খেলা

এনবিএ 'হল অব ফেমে' কোবে ব্রায়ান্ট

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

রবিবার ৫ই এপ্রিল ২০২০ ১২:০০:১৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এনবিএ এর হল অব ফেমে জায়গা হয়েছে সদ্য মৃত্যুবরণ করা কোবে ব্রায়ান্টের।

ব্রায়ান্টের সঙ্গে এ মর্যাদার ভূষিত হয়েছেন টিম দুনকান ও কেভিন গারনেট। নারী খেলোয়াড়ের মধ্যে জায়গা হয়েছে তামিকা কেচিংসের। শনিবার (৪ঠা এপ্রিল) আমেরিকান বাস্কেটবল কর্তৃপক্ষ ঘোষণা করে তাদের নাম।

বাস্কেটবলের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করা হয় কোবে ব্রায়ান্টকে। লস অ্যাঞ্জেলস লেকারসের হয়ে ২০ বছরের ক্যারিয়ারে ১৮ বার অলস্টার টিমে জায়গা করে নিয়েছিলেন কোবে। পাঁচবার জিতেছেন এনবিএ চ্যাম্পিয়নশিপ। দুইবার ফাইনালের মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার ছিলেন তিনি। ২০০৮ সালে ছিলেন লিগের এমভিপি। ২০১৬ সালে অবসরের পর তার দুটি জার্সি ৮ ও ২৪ নম্বর প্রত্যাহার করে নেয় লেকারস। ২০১৮ সালে ‘ডিয়ার বাস্কেটবল’ নামে একটি অ্যানিমেটেড শর্টফিল্মের জন্য অস্কারের একাডেমি পুরষ্কারও জিতেছিলেন কোবি ব্রায়ান্ট। এ বছরের ২৬ জানুয়ারি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন তিনি।

আরও পড়ুন