আন্তর্জাতিক, ভারত

'এপ্রিলের শুরুতেই কেন্দ্রীয় সরকারকে সতর্ক করা হয়েছিল'

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৪ঠা মে ২০২১ ০৮:৪৭:৩০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উচ্চ সংক্রমণের বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে আগেই সতর্ক করা হয়েছিলো।

ভারতে করোনা সংক্রমণ দুই কোটি ছাড়িয়েছে। মোট শনাক্ত দুই কোটি দুই লাখ ৭৫ হাজারের বেশি। এদিকে, এপ্রিলের শুরুতেই ভারতের কেন্দ্রীয় সরকারকে করোনার উচ্চ সংক্রমণের বিষয়ে সতর্ক করা হয়েছিল। গণমাধ্যমে একথা জানিয়েছেন, করোনা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রধান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, হায়দ্রাবাদের অধ্যাপক এম বিদ্যাসাগর।

বিশেষজ্ঞ কমিটি  বলেছিল মে মাসের ৮ তারিখ থেকে দৈনিক শনাক্ত ১ লাখ ২০ হাজার হতে পারে। যদিও তাদের অনুমান বেশ কিছুদিন আগেই ছাড়িয়ে গেছে। মঙ্গলবার ভারতে সংক্রমণ ছাড়িয়েছে ২ কোটি। গেল ২৪ ঘণ্টায় ৩ লাখ ৫৫ হাজার ৮২৮ জনের করোনা শনাক্ত হয়। নতুন মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৩৮ জনের। এ নিয়ে ভারতে করোনা সংক্রমণে মোট প্রাণহানি ২ লাখ ২২ হাজার ৩৮৩।

এদিকে, দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে গেল ৫ সপ্তাহের মধ্যে সংক্রমণ কমেছে। আর হাসপাতাল পরিচালনায় সেনাবাহিনীর সহায়তা চেয়েছে দিল্লি সরকার। নতুন শনাক্ত ২ হাজার ৬২৪ জন।

অন্যদিকে, পরিস্থিতি মোকাবিলায় ভারতে আরো সহায়তা দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইউনিসেফ প্রধান। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে ভারতের পাশেই আছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন