জাতীয়

এমপি বাদলের মরদেহ ঢাকায়, শনিবার দাফন

ইসতিয়াক হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ৮ই নভেম্বর ২০১৯ ১১:০৯:১১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের কার্যকরী সভাপতি, মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের মরদেহ ঢাকায় আনা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন হবে।  

বিমান বন্দরে তার মরদেহ গ্রহণ করতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা-কর্মীরা। রাতে বারডেম জেনারেল হাসপাতালের হিমঘরে তার মরদেহ রাখা হবে।

শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দুপুরে তার মরদেহ চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হবে। দুপুর ২টায় চট্টগ্রামে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পরে বাদ আসর তার নিজ নির্বাচনী এলাকায় তৃতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। বৃহস্পতিবার ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।   

আরও পড়ুন