আন্তর্জাতিক, আমেরিকা, এশিয়া

এরদোয়ানকে ফোন করেছিলেন ট্রাম্প

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৫ই অক্টোবর ২০১৯ ০৭:৪৬:১৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে অবিলম্বে সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে অবিলম্বে সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

তিনি বলেন, সিরিয়ায় কুর্দি বিরোধী অভিযানের জন্য তুরস্ককে কোন সবুজ সংকেত দেয়নি যুক্তরাষ্ট্র। অভিযানের প্রতিক্রিয়ায় তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এদিকে, সিরিয়ার মানবিজ শহরে প্রবেশ করেছে আসাদ বাহিনী। এতে তুরস্কের সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, কুর্দি বাহিনীর সঙ্গে চুক্তির পর মানবিজে প্রবেশ করেছে রাশিয়া সমর্থিত সরকারি বাহিনী।   

আরও পড়ুন