বাংলাদেশ, রাজধানী, ডেঙ্গু

ওষুধ ছিটালেও মরছে না মশা অভিযোগ নগরবাসীর

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শুক্রবার ৬ই মার্চ ২০২০ ০৫:২৭:০০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শীত শেষ হতে না হতে রাজধানীতে আবারো বেড়েছে মশার উপদ্রব। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল ও বস্তিবাসীরা মানুষ।

সেইসাথে আসছে বর্ষা, উঁকি দিচ্ছে ডেঙ্গু আতঙ্ক। তাই এখনই মশা নিধনে কার্যকর ওষুধ ছিটানোর জন্য মেয়রদের কাছে অনুরোধ ভুক্তোভোগীদের।

শীতের পর চলছে বসন্তকাল। বাড়ছে তাপমাত্রা। সেইসাথে পাল্লা দিয়ে মৌসুমের শুরুতেই রাজধানীতে বেড়ে গেছে মশার উৎপাত। তাইতো রাজধানীর দক্ষিণ সিটির মুগদা এলাকার এই বাসিন্দারা মশার অত্যাচারে  ক্ষোভ প্রকাশ করলেন সিটি করপোরেশনের আচরণ নিয়ে।

মশার এমন উপদ্রব নগরবাসীর মনে দিনকে দিন আরো ভয় ধরিয়ে দিচ্ছে। বিশেষ করে শিশুদের নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন অভিভাবকেরা।

সবচেয়ে বেশি কষ্টে রয়েছে বস্তিবাসী কিংবা ছিন্নমূলের মানুষ। তারা বলছেন, মশার  অত্যাচারে দিনের বেলাতেও টেকা দায়।

মশা মারতে কম হয়নি কামান দাগা। তবে, রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় মশার প্রজনন ক্ষেত্র হিসেবে চিহ্নিত স্থানগুলো ধ্বংসে নেই কোন কার্যকর পদক্ষেপ।

বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার, ৫,৬,১১,১৭,৩৭ ও ৪২ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই বর্ষা মৌসুমের আগে  ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া রোধে মশার নিধনে কার্যকর পদক্ষেপ নেয়ার কথায় বলা হচ্ছে।

আরও পড়ুন