আন্তর্জাতিক, ভারত, এশিয়া

ওয়েবসাইট থেকে অদৃশ্য আসামের নাগরিক তালিকা

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বুধবার ১২ই ফেব্রুয়ারি ২০২০ ০৫:৩৭:২১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের সরকারি ওয়েবসাইট থেকে আসামের চূড়ান্ত নাগরিক তালিকা অদৃশ্য হয়ে গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, এসব তথ্য নিরাপদ থাকলেও প্রযুক্তির কারণে অদৃশ্য হয়ে গেছে।

শিগগিরই তা নিরসন করা হবে বলে দাবি করেছেন কর্মকর্তারা। এনআরসি কর্তৃপক্ষের দাবি, তথ্য অদৃশ্য হয়ে যাওয়ায় দায়িত্বপ্রাপ্ত আইটি প্রতিষ্ঠান উইপ্রো’র সঙ্গে আর চুক্তি নবায়ন করা হবে না।

সুপ্রিম কোর্টের নির্দেশে গত বছরের আগস্টে আসামের চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ করে ভারত সরকার। ওই তালিকা থেকে বাদ পড়ে প্রায় ৪১ লাখ বাসিন্দা। এনিয়ে ভারত জুড়ে শুরু হয় তীব্র বিতর্ক।

আরও পড়ুন