আন্তর্জাতিক, ভারত, এশিয়া

কংগ্রেসের ৬৩ প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বুধবার ১২ই ফেব্রুয়ারি ২০২০ ০৫:২৭:৩৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দিল্লির বিধানসভা নির্বাচনে নির্বাচনে অংশ নেয়া প্রাথীদের মধ্যে ৬৩ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। দিল্লির ৭০ আসনের বিধানসভায় ৬৬ আসনে প্রার্থ দিয়েছিল কংগ্রেস।

তবে একটি আসনেও তো জিততে পারেনি ভারতের এই ঐতিহ্যবাহী দলটি। দিল্লির গত নির্বাচনেও কংগ্রেস একটিও আসন পায়নি।

এদিকে নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির দায় মাথায় নিয়ে ইতোমধ্যে পদত্যাগ করেছেন দিল্লি কংগ্রেসের প্রধান সুভাষ চোপড়া। সুভাষ চোপড়ার মেয়ে শিবানি চোপড়া এবার কালকাজি থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। তারও জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এর আগে শীলা দীক্ষিতের মুখ্যমন্ত্রিত্বে এই কংগ্রেস ১৫ বছর দিল্লি শাসন করেছে। সেই দলটির জনসমর্থন এবার ভোটে ৫ শতাংশের নিচে নেমে এসেছে।  

আরও পড়ুন