বাংলাদেশ, অন্যান্য ধর্ম

কঠিন চীবরদান উৎসব ২০১৯

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শুক্রবার ১৮ই অক্টোবর ২০১৯ ০৭:৫৭:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের সুখে-দুখে ভবিষ্যতেও পাশে থাকবে শেখ হাসিনার সরকার বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। শুভ কঠিন চীবরদান উৎসব ২০১৯ উপলক্ষে আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র, বৌদ্ধ বিহারে দেয়া প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি যতো শক্তিশালী সে দেশে গণতান্ত্রিক রাজনীতির ভিত্তিও তত মজবুত। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষে কাজ করে যাচ্ছেন তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর জীবনও এখন হুমকির সম্মুখীন। দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে জাতির পিতার কণ্যাকে রক্ষায় ঐক্যবদ্ধ হতে দেশবাসীর প্রতি আহবান জানান ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

বৌদ্ধভিক্ষু পন্ডিত প্রবরভদন্ত বসুমিত- এর সভাপতিত্বে কঠিন চীবরদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত বড়ুয়া ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রিপন রায় লিপু।

এসময় প্রবীন বৌদ্ধ ভিক্ষুদের প্রতি বছর টুঙ্গীপাড়ায় জাতির জনকের সমাধী পরিদর্শন করানোর দাবী জানালে ধর্ম প্রতিমন্ত্রী তাতে সমর্থন জানান। এর আগে আশুলিয়া বৌদ্ধ বিহারে পৌঁছালে ধর্ম প্রতিমন্ত্রীকে স্বাগত জানান বৌদ্ধ সম্প্রদায়ের গুরুরা।

আরও পড়ুন