আন্তর্জাতিক, পাকিস্তান

করাচিতে ভবন ধসে নিহত ১১

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৫ই মার্চ ২০২০ ১০:০৮:১৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের করাচি শহরের গোলিমার এলাকায় আবাসিক ভবন ধসে অন্তত ১১ জন নিহত এবং বেশ কিছু লোক আহত হয়েছে। দেশটির বেসরকারী টেলিভিশন জিও নিউজ এ তথ্য জানায়।

করাচি মেট্রোপলিটন কর্পোরেশনের চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগের ডাক্তার সালমা কাউসারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১১ জন নিহত এবং বেশ কিছু লোক আহত হয়েছেন। আহত ব্যক্তিদেরকে আব্বাসী শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, পাঁচতলা বিশিষ্ট ভবনটি আশেপাশের আরও দুটি ভবনের ওপর ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটেছে। ওই দুটি ভবনসহ আরও পাশের আরও একটি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে করাচি পুলিশ ও রেঞ্জার্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। করাচির মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ সেখানকার কমিশনারকে উদ্ধার অভিযান নির্বিঘ্ন করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে, করাচির মেয়র ওয়াসিম আক্তার বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন