আন্তর্জাতিক, পাকিস্তান

করাচির বিমান দুর্ঘটনায় ৯৭ জনের মৃত্যু নিশ্চিত

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ২৩শে মে ২০২০ ১০:২৩:০৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানে বিমান দুর্ঘটনায় অলৌলিকভাবে বেঁচে গেলেন দু’জন।

করাচিতে বিমান দুর্ঘটনার পর একটানা চলছে উদ্ধারকাজ। সিন্ধ প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ এখন পর্যন্ত ৯৭ জনের মৃত্যু নিশ্চিত করেছে।

পাকিস্তান এয়ারলাইন্সের এয়ারবাসট এ-৩২০ বিমানটি ৯৯ জন যাত্রী বহন করছিল, এখন পর্যন্ত যাদের মধ্যে দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারল্যাইন্স। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ইদুল ফিতরের আগে ঘটলো এমন দুর্ঘটনা।  

বিমানের বেশিরভাগ যাত্রী প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে লাহোর থেকে করাচি আসছিল। করোনাভাইরাসের কারণে লকডাউন চললেও অভ্যন্তরীণ রুটে দুর্ঘটনার মাত্র একদিন আগে বাণিজ্যিক বিমান চলাচলের অনুমতি দেয় পাকিস্তান সরকার।    

শুক্রবার, জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কয়েক মিনিট আগে, ৯৯ জন আরোহীসহ একটি ঘনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়ে বিমানটি। বিধ্বস্ত হয় অন্তত পাঁচটি আবাসিক ভবন। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটিতে, যাত্রী ছিলেন ৯১ জন। পাইলটসহ ক্রু ছিলেন আরও আটজন। ১৯ জনের পরিচয় শনাক্ত হলেও, নিহতদের মধ্যে আরোহী কতোজন, আর ওই এলাকার বাসিন্দা কতোজন- তা এখনও অস্পষ্ট। প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, ইঞ্জিন বিকল হয়ে ঘটে থাকতে পারে এ দুর্ঘটনা। 

আরও পড়ুন