আন্তর্জাতিক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ১৪৩ জনের মৃত্যু

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ১৫ই ফেব্রুয়ারি ২০২০ ০৮:১৫:৩৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চীনের মৃতের সংখ্যা বেড়ে ১,৫২৩, আক্রান্ত ৬৬ হাজারেও বেশি।আফ্রিকার দেশ মিসরেও প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত।

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার মারা গেছে ১৪৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫শ’ ২৩জন। নতুন করে আক্রান্ত হয়েছে দুই হাজার ছয়শ ৪১জন। ফলে আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়েছে।  

এদিকে করোনাভাইরাস নাইন্টিন কীভাবে এত দ্রুত ছড়াচ্ছে তার কারণ অনুসন্ধানে চীনের সঙ্গে শিগগিরই কাজ শুরু করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন যৌথ মিশন।

এছাড়া মিসর প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের কথা জানিয়েছে। আফ্রিকার কোন দেশে প্রথমবারের মতো কোভিড নাইনটিন ভাইরাসে আক্রান্ত রোগীর শনাক্ত হল। মিশরের এ ঘোষণার পর বেইজিং ছুটি কাটিয়ে ফিরে আসাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছেন,  করোনা ভাইরাসে চীনে এক হাজার সাতশ ১৬ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। যা ভাইরাসটিতে মোট আক্রান্ত রোগীদের ৩ দশমিক ৮ শতাংশ। এর মধ্যে হুবেই প্রদেশের রয়েছেন এক হাজার পাঁচশ দুইজন। ভাইরাসটিতে এরইমধ্যে ছয়জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন।

আরও পড়ুন