বাংলাদেশ, ভ্রমণ, জেলার সংবাদ

করোনাভাইরাসে কক্সবাজারের পর্যটন শিল্পে মন্দাভাব

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বুধবার ১৮ই মার্চ ২০২০ ০৮:১০:৩১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সমুদ্র সৈকতসহ জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে দর্শনার্থী কমেছে। জনপ্রিয় স্পটগুলোতেও কম দর্শনার্থীদের আনাগোনা। লোকশানের শঙ্কায় হোটেল-মোটেলসহ পর্যটন সংশ্লিষ্টরা।

প্রতিবছর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত পর্যটকে মুখর থাকে কক্সবাজার সমুদ্র সৈকতসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র। তবে এবারের চিত্র ভিন্ন। করোনাভাইরাসের কারণে সমুদ্র সৈকতে কমেছে পর্যটক। হোটেল, মোটেলে অগ্রিম বুকিং বাতিল করেছেন অনেকে।

এমন পরিস্থিতি দীর্ঘ হলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে পর্যটন শিল্প।

ওশ্যান প্যারাডাইজ হোটেল ব্যবস্থাপক (অর্থ) জাহাঙ্গীর আলম হেলাল বলেন, গত বছর এ সময়ে পর্যটকদের ভালো সাড়া ছিল কিন্তু বর্তমানে এ সময়ে এসে আমরা তেমন সাড়া পাচ্ছি না।

করোনা প্রতিরোধে কক্সবাজার বিমানবন্দর ও টেকনাফ স্থবন্দরসহ জনবহুল এলাকায় থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষাসহ নানা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, নিজেদের নিরাপত্তার ব্যবস্তা যেনো প্রাথমিক ভাবে নিজেরা গ্রহন করে, সচেতনতা সেটা যেনো কার্যকর করে এ বিষয় গুলো হোটেল-মোটেলসহ পর্যটন সংশ্লিষ্টদের অনুরোধ জানাব।

জেলায় এখনো করোনায় কেউ আক্রান্ত না হলেও রবিবার বিদেশফেরত ৩ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

আরও পড়ুন