প্রবাস

করোনাভাইরাস সম্পর্কে সচেতন নয় লেবানন প্রবাসী বাংলাদেশিরা

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ১১ই মার্চ ২০২০ ১২:১৬:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লেবানন প্রবাসী বাংলাদেশিদের করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে বৈরুতে লিফলেট বিতরণ করেছে বাংলা প্রেসক্লাবের সাংবাদিকরা।

মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে এখন পর্যন্ত করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ৫২ জন। ভাইরাসের বিশ্বব্যাপী বিস্তারে আতঙ্কিত না হয়ে সতর্কতা বাড়াতে বৈরুতের সাবরাবাজারে লিফলেট বিতরণ করেছেন লেবানন বাংলা প্রেসক্লাবের সাংবাদিকরা।

দেড় লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী বাস করেন লেবাননে। দেশটির সবচেয়ে ঘনবসতি এলাকা বৈরুতের সাবরা বাজার। বাংলাবাজার খ্যাত বাজারটিতে প্রতিদিন ভিড় করেন বাংলাদেশিরা। এসব প্রবাসীর মাঝে করোনাভাইরাস নিয়ে সতর্কতা বাড়াতে লিফলেট বিতরণ করেছেন লেবানন বাংলা প্রেসক্লাবের সাংবাদিকরা।

লিফলেট বিতরণের পাশাপাশি সবাইকে ভাইরাস সম্পর্কে সঠিক ধারণা দেয়ার চেষ্টা করেন তারা।

করোনা ভাইরাসের কারণে লেবাননের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ও সভা সমাবেশ নিষদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে লোকজনকে বড় জমায়েত এড়িয়ে চলতে বলা হয়েছে।

আরও পড়ুন