আন্তর্জাতিক, ইউরোপ

করোনাভাইরাস: স্পেনে প্রবীণদের ফেলে রেখে যাবার ঘটনায় তদন্ত শুরু

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৬শে মার্চ ২০২০ ০২:১৩:২০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে স্পেনে প্রবীণ নিবাসগুলোতে কেন অসহায় ওই বৃদ্ধ মানুষগুলোকে ফেলে রেখে কর্মীরা চলে গেছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। বৃদ্ধাশ্রমগুলো জীবাণুমুক্ত করতে গিয়ে হৃদয়বিদারক এ ঘটনার মুখোমুখি হন সেনাসদস্যরা। 

করানাভাইরাস মহামারিতে ওল্ডহোমগুলোতে বসবাস করা প্রবীনদের ফেলে চলে গেছেন কর্মীরা। বৃদ্ধাশ্রমগুলোতে তাদের সাহায্যে এগিয়ে যাওয়া সেনাসদস্যরা কয়েকজনের মৃতদেহ বিছানা থেকে উদ্ধার করেছেন বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আল জাজিরা জানায়।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবলস বলেন, বৃদ্ধাশ্রমগুলোতে থাকা বয়স্ক মানুষদের সঙ্গে এ ধরনের আচরণ যারা করেছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর এবং অত্যন্ত অনমনীয় ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে।

তিনি বলেন, সেনাসদস্যরা হঠাৎ করে সেগুলোতে গিয়ে এ অবস্থা দেখতে পায়। করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বৃদ্ধাশ্রমের কর্মীরা তাদের স্রেফ ফেলে রেখে চলে গেছে৷

এদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয় যে, নিবাসের কয়েকজন বাসিন্দার মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তাদের ফেলে চলে যান কয়েকটি নিবাসের কর্মীরা।

আরও পড়ুন