বাংলাদেশ, জাতীয়, শিক্ষা

করোনার জিনোম সিকোয়েন্স গবেষণা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়

ময়ূখ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৪ই মে ২০২০ ০২:৫৮:০৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সের গবেষণা শুরু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় করোনাভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটি। এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে এক কোটি টাকা।

প্রাথমিক পর্যায়ে সংগৃহীত নমুনা থেকে প্রায় ১০০টি ভাইরাসের জেনোম সিকোয়েন্স করা হবে। এর জন্য আরো অর্থ প্রয়োজন বলে জানিয়েছেন কমিটির আহবায়ক ড. শরীফ আখতারুজ্জামান।  

বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব নয়।  সেজন্য সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ভাইরাস দেশে দীর্ঘ সময় থাকতে পারে, এজন্য গবেষণা জরুরি।  

এছাড়া, করোনা পরিস্থিতিতে মানসিকভাবে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ বিনামূল্যে সেবা দেয়া শুরু করেছে বলেও জানান তিনি।

আরও পড়ুন