বিনোদন

করোনার বিরুদ্ধে এ আর রহমানের নতুন গান

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ২রা মে ২০২০ ১০:০৮:৫৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনার বিরুদ্ধে লড়াইয়ে হার না মানার আহবান জানিয়ে নতুন গান প্রকাশ করেছেন অস্কার ও গ্র্যামিজয়ী ভারতীয় সংগীতশিল্পী এ আর রহমান।

'হাম হার নেহি মানেঙ্গে' শিরোনামের গানটিতে ঐক্যবদ্ধ হয়ে করোনা দুর্যোগ মোকাবিলার ডাক দিয়েছেন তিনি। ভারতের নামকরা গীতিকার প্রসূন জোশি রচিত গানটিতে তার সঙ্গে জোট বেঁধেছেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পীরা।

যাদের মধ্যে আছেন মোহিত চৌহান, হার্শদিপ কর, মিকা সিংহ, ক্লিন্টন সেরেজো, জোনিতা গান্ধী, নিতি মোহন, জাভেদ আলি, শ্রুতি হাসান, খাতিজা রহমানসহ আরও অনেকে।

এ আর রহমান জানান, এই গানের মাধ্যমে আমাদের সবার একসাথে হওয়ার সুযোগ হয়েছে এই করোনার এই দুঃসময়ে সহযোগিতার মনোভাব রাখার জন্য। সারা দেশের জনগণকে আমরা এই গানের মাধ্যমে অনুপ্রাণিত করতে পারবো মনোবল শক্ত রাখতে।

এই গানটির সঙ্গে যুক্ত হয়েছে এইচডিএফসি গ্রুপ। গানটি সোশ্যাল মিডিয়াতে যতবারই শেয়ার হবে ততবারই এইচডিএফসি ব্যাংকের পক্ষে ৫০০ করে রুপি ভারতের প্রধানমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে যোগ হবে।

আরও পড়ুন