খেলাধুলা, ফুটবল

করোনায় আক্রান্ত ইতালির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনি ও তাঁর ছেলে

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

রবিবার ২২শে মার্চ ২০২০ ০৩:২২:২৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা টেস্টে পজিটিভ পাওলো মালদিনি ও তাঁর ছেলে দানিয়েল মালদিনি।

ইতালির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনি এবং তার ছেলে দানিয়েল মালদিনি করোনাভাইরাসে আক্রান্ত। খবর নিশ্চিত করেছে মালদিনির সাবেক ক্লাব এসি মিলান। মিলানের বিবৃতিতে বলা হয়, ক্লাবের টেকনিক্যাল পরিচালক পাওলো মালদিনি করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন।

মালদিনির শরীরেও ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিচ্ছে। টেস্টে তিনি পজিটিভ হয়েছেন। এসি মিলান যুব দলের ফরোয়ার্ড তার ছেলে দানিয়েল মালদিনিও টেস্টে পজিটিভ। পাওলো এবং তার ছেলে দুই সপ্তাহ হোম কোয়ারেন্টিন ছিলেন।

স্বাস্থ্য বিভাগের পরামর্শমতে, পুরো সেরে না ওঠা পর্যন্ত তারা বাসায় থাকবেন। ৫১ বছর বয়সী ইতালি ও মিলানের সাবেক অধিনায়ক মালদিনি ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা ডিফেন্ডার। পাঁচবার ইউরোপ-সেরা ক্লাব প্রতিযোগিতা জয়ী মালদিনি ক্যারিয়ারের পুরো সময় কাটিয়েছেন মিলানে। শুধু মূল দলেই খেলেছেন ২৫ বছর।

আরও পড়ুন