রাজধানী

করোনা ঝুঁকি নিয়েই বাস টার্মিনালে উপচেপড়া ভিড়

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ২৫শে মার্চ ২০২০ ১২:৫১:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা আতঙ্কের মধ্যেই ঝুঁকি নিয়ে বুধবারও রাজধানী ছাড়ছেন অনেকেই। সকাল থেকেই বাস টার্মিনালে উপচেপড়া ভিড়।

রাজধানী ছেড়ে সবার গন্তব্য নিজের এলাকা। টার্মিনালে প্রচণ্ড ভিড়। একদিকে করোনা আতঙ্ক, আরেক দিকে বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে গণপরিবহণ চলাচল। ফলে হুমড়ি খেয়ে পড়েছেন অনেকেই।

আর এই সুযোগকে কাজে লাগিয়ে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে বেশিরভাগ পরিবহণের বিরুদ্ধে। কেউ কেউ অস্বীকার করলেও অনেকেই আবার নানা যুক্তি দেখাচ্ছেন বাড়তি ভাড়ার। বাড়তি ভাড়া আদায় নিয়ে রয়েছে নানা যুক্তি।

তবে বাড়তি ভাড়া নিয়ন্ত্রণে কারও কোন তৎপরতা দেখা যায়নি।

এদিকে আজও করোনায় আক্রান্ত হয়ে আরও একজন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫।

আরও পড়ুন