আন্তর্জাতিক, আমেরিকা, আরব

করোনা মহামারির মধ্যেই যুদ্ধমহড়া চালাল আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাত

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৪শে মার্চ ২০২০ ০৬:২৪:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হাজার হাজার সেনা আবুধাবিতে যৌথ যুদ্ধমহড়া চালিয়েছে। করোনাভাইরাস মহামারির মধ্যেই এ মহড়া চালানো হয়।

নেটিভ ফারি’২০ নামের এ মহড়া ইউএই’র রাজধানী আবুধাবির আল-হামারা সেনাঘাঁটিতে চালান হয়। ঘাঁটিতে কৃত্রিম ভাবে তৈরি একটি শত্রু নগরী দখলের অনুশীলন করেছে যৌথ বাহিনী। কৃত্রিম নগরীতে বহুতল ভবন, আধুনিক ঘরবাড়ি, হোটেল, বিমানবন্দর, তেল শোধনাগার এবং কেন্দ্রীয় মসজিদসহ সব ধরণের ব্যবস্থা রাখা হয়েছিল।

মহড়ায় অংশ নেয়ার জন্য চার হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়। মহড়ার মার্কিন সাঁজোয়া বহরের যানবাহনসহ সামরিক সরঞ্জাম পার্শ্ববর্তী দেশ কুয়েত থেকে আনা হয়।

এছাড়া, ভারত মহাসাগরের দ্বীপ দিয়াগো গার্সিয়া থেকেও আনা হয়েছে এসব অনেক সামরিক সরঞ্জাম।

আরও পড়ুন