আন্তর্জাতিক, আমেরিকা

করোনা শনাক্তে শীর্ষ থাকা যুক্তরাষ্ট্রের জন্য সম্মানের: ট্রাম্প

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২১শে মে ২০২০ ০১:২২:৪২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা শনাক্তে শীর্ষ থাকা যুক্তরাষ্ট্রের জন্য সম্মানজনক বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পরীক্ষায় নিয়োজিতদের পেশাদারিত্বের জন্য তাদের প্রশংসা করেছেন তিনি। সোমবার এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।  

ট্রাম্প বলেন, সবচেয়ে বেশি করোনা শনাক্তে প্রমাণ হয়, যুক্তরাষ্ট্রে করোনা পরীক্ষা অন্য সব দেশের চেয়ে ভাল। করোনা পরীক্ষার পদ্ধতি এবং এতে নিয়োজিতদের পেশাদারিত্বের স্বীকৃতি দেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ছড়ানোয় প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যর্থতাকেই দায়ী করছেন অনেকে। এক টুইটে রিপাবলিকান এই প্রেসিডেন্টের সমালোচনা করে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি বলেছে, যুক্তরাষ্ট্রে ১৫ লাখ কোভিড-১৯ রোগী ‘নেতৃত্বের সম্পূর্ণ ব্যর্থতার’ নিদর্শন।

এর আগে করোনা মোকাবিলায় ব্যর্থতার জন্য ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিকে, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ব্রাজিলে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করা হচ্ছে বলেও জানান ট্রাম্প।

আরও পড়ুন