জেলার সংবাদ, আইন ও কানুন

কারাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশি

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৩শে ফেব্রুয়ারি ২০২১ ০৪:২১:২১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কারাভোগ শেষে মিয়ানমার থেকে ফিরল বাংলাদেশি ২৪ নাগরিক।

মঙ্গলবার সকালে, টেকনাফের বিজিবির-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খানের নেতৃত্বে বাংলাদেশের ৯ সদস্যের  প্রতিনিধি দল মিয়ানমারে যায়।

বিজিবি জানায়, মঙ্গলবার সকালে টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খানের নেতৃত্বে ৯ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি মিয়ানমার যায়। এরপর মিয়ানমারের অভ্যন্তরে ১নং এন্ট্রি/এক্সিট পয়েন্টের মংডুতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মিয়ানমারের ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন ৪ নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের পুলিশ লে. কর্নেল জো লিং অং। 

পতাকা বৈঠকের পর বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে গমনের অপরাধে বিজিপি কর্তৃক ধৃত কারাগারে সাজাভোগ ২৪ জনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে দুপুর ২টায় দিকে বাংলাদেশ প্রতিনিধি দল ২৪ জনকে নিয়ে টেকনাফ জেটিঘাটে ফেরত আসে। কারাভোগ শেষে ফেরত আসা বাংলাদেশি ২৪ জন নাগরিকের মধ্যে টেকনাফের ১২ জন, রাঙামাটির ৮ জন, বান্দরবানের ৩ জন ও রাজশাহীর ১ জন।

কোয়ারেন্টিন শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন