আন্তর্জাতিক, ভারত, পাকিস্তান

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা তুরস্কের

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ১৫ই ফেব্রুয়ারি ২০২০ ১২:৪৪:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কাশ্মীর ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্টের মন্তব্যে ভারতের তীব্র প্রতিক্রিয়া, অভ্যন্তরীণ বিষয়ে কথা না বলার আহ্বান।

কাশ্মীর ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।'অভ্যন্তরীণ' বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার।

শুক্রবার কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন এরদোয়ান।পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। এরপরই এ প্রতিক্রিয়া জানাল নয়াদিল্লি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, কয়েকশ বছর আগে তুরস্কের কানাকালেতে যে ধরনের হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা ঘটেছিল একই ঘটনা ঘটছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। এর বিরুদ্ধে আঙ্কারা সব সময় প্রতিবাদ করে যাবে।

এরআগে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে এরদোয়ানের ভাষণেও উঠে আসে কাশ্মী ইস্যু। ওই সময়েও গভীর হতাশা ব্যক্ত করে ভারত। দুই দিনের সফরে বৃহস্পতিবার পাকিস্তানে পৌঁছান এরদোয়ান।

আরও পড়ুন