জেলার সংবাদ, অপরাধ

কুরিয়ার সার্ভিসে আসা আনারস চিরে বের হলো ১৮ কেজি গাঁজা

ঝিনাইদহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৬ই মার্চ ২০২১ ০৯:১২:৩৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুরিয়ার সার্ভিসের পরিবহণে ঝিনাইদহে এলো গাঁজা। অভিযান চালিয়ে পুলিশ বের করেছে ১৮ কেজি গাঁজা। আটক করেছে তিনজনকে।

মঙ্গলবার (১৬ মার্চ) ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল এন্ড কলেজের সামনে থেকে ১৮ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলো: ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের তরিকুল শেখের স্ত্রী তানিয়া খাতুন সাথী (২৫), শৈলকুপা উপজেলার গোয়ালবাড়ী গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে মিজানুর রহমান (৪৫) ও তার স্ত্রী মর্জিনা খাতুন (৩৫)।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই মনিরুল ইসলাম মনির জানতে পারেন খাগড়াছড়ি থেকে ঝিনাইদহে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ গাঁজা আনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় ট্র্যাভেল ব্যাগে আনারস সাজিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে আসা গাঁজার চালান নিয়ে যাওয়ার সময় ২ নারীসহ তিনজনকে আটক করা হয়।

আরও পড়ুন