রাজধানী

মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের কর্মসূচিতে পুলিশের জলকামান

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৩শে ফেব্রুয়ারি ২০২১ ০৮:৫১:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নেয়া মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের কর্মসূচিতে জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টা থেকে জাতীয় জাদুঘরের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করে পরবর্তীতে শাহবাগ চত্বরে রাস্তা অবরোধ করে মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড। সন্ধ্যা ৬টায় পুলিশ জলকামান ও লাঠিচার্জ শুরু করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের কয়েকজন আহত হন এবং একজনকে পুলিশ আটক করেছে বলে দাবি আন্দোলনকারীরা।

পুলিশ জানায়, বারবার অনুরোধ জানানোর পরও যানজট সৃষ্টি করে রাস্তা অবরোধ করে রাখা হয়। পরে বাধ্য হয়ে জল কামান ব্যবহার করা হয়।

অপরদিকে কমাণ্ডের অনেকেই জানায়, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি করছিলাম। এর মধ্যেই বিনা উস্কানিতে পুলিশ আমাদের ওপর হামলা চালায়, জলকামান ব্যবহার করে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। একজনকে গাড়িতে তুলে নিয়ে গেছে। আমার ওপর হামলা করেছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের সদস্যরা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে।

আরও পড়ুন