খেলাধুলা, ফুটবল

কোপা ইতালিয়ার সেমিতে য়্যুভেন্তাস-এসি মিলান লড়াই

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি ২০২০ ০৩:৩৬:২১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মিলানের সাথে শেষ ১০ ম্যাচে ৯ জয় য়্যুভেন্তাসের।

কোপা ইতালিয়ার সেমিফাইনাল প্রথম লেগে রাতে মুখোমুখি হবে দুই জায়ান্ট য়্যুভেন্তাস আর এসি মিলান। মিলানের হোমভেন্যু সারসিরোতে হবে খেলা। বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় শুরু হবে ম্যাচটা।

জায়ান্ট য়্যুভেন্তাস নামছে মাঠে, প্রস্তুত হচ্ছে রোনালদো, দিবালা কস্তা, হিগুনইরা। কোপা ইতালিয়ার ফাইনাল নিশ্চির ফাস্ট স্টেপ, সামনে অ্যাওয়ে ম্যাচ তাই চ্যালেঞ্জটা বেশি।

খেলতে হবে মিলানের মাঠ সানসিরোতে। স্বস্তির খরর য়্যুভেন্তাসের সেরা ডিফেন্ডার বনুচ্চি ফিরেছেন ফিট হয়ে। তবে কিছুটাই অস্বস্তি, কদিন আগেই লিগ টেবিলে টপ পজিশন হারিয়েছে ইন্টারের কাছে। 

মিলানের বিপক্ষে পরিসংখ্যানে বরাবরই এগিয়ে য়্যুভেন্তাস। এখন পর্যন্ত দুদল ২৩০টা অফিসাল ম্যাচ খেলেছে, যার ৯১টাতেই রোনালদোদের জয়। আর ৭৩টা ম্যাচ হয়েছে ড্র। সাম্প্রতিক পারফর্মেন্স আরও এগিয়ে রাখছে জুভিদের। শেষ ১০দেখায় ৯টাতেই জিতেছে ওরা।

মৌসুমের শুরু থেকে ধুকতে থাকা এসি মিলান বেশ পাল্টে গেছে ইব্রাহিমোভিচের প্রত্যাবর্তণে। শেষ ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৪-২ এর হার ছাড়া ওদের প্রেজেন্ট পারফরমেন্স প্রশংসার যোগ্য।

খেলাটা হোম ভেন্যুতে তাই কিছুটা স্বস্তিতে থাকতে পারে এসি মিলান। যদিও একই মাঠে আগের দিন ইন্টার হেরেছে নাপোলির সাথে। তাই য়্যুভেন্তাসকে সামলাতে মিলানকে হতে হবে আরও সাবধানী।

আরও পড়ুন