অন্যান্য খেলা

ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ৮ দফা সুপারিশ ফেডারেশন ফোরামের

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৪ই জানুয়ারী ২০২১ ০৮:২৩:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকারের কাছে ৮ দফা সুপারিশ করেছে জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম। দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তাদের এ সুপারিশ। বাস্তবায়ন হলে  ক্রীড়া ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন ক্রীড়া ফোরামের নেতারা।

বর্তমান বাংলাদেশ এগিয়ে চলেছে বিশ্বের সাথে তাল মেলাতে। শিক্ষা, ব্যাবসা-বাণিজ্য থেকে শুরু করে অর্থনীতি, কোন ক্ষেত্রেই থেমে নেই বাংলাদেশ।

ক্রীড়াঙ্গনেও আছে সাফল্য। তবে তা আশানুরূপ নয়। হাতে গোনা দু'চারটে ডিসিপ্লিনের বাইরে খুব একটা নাম কুড়োতে পারেনি অন্যরা। এমন অবস্থায় দেশের ক্রীড়াঙ্গনকে আরো বেগবান করতে সরকারের কাছে ৮ দফা সুপারিশ করেছে জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম।

জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরামের সহসভাপতি হাবিবুর রহমান বলেন, কিছুদিনের ভেতরে আমরা ২৪-২৫ তম অর্থনীতিতে যাবো। আমাদের প্রধানমন্ত্রীও ক্রীড়াকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে চান। তাই আমরা একটা উন্নয়ন পরিকল্পনা করছি। সেই পরিকল্পনার অংশই হচ্ছে এই সুপারিশগুলো।

সুপারিশে শিক্ষা প্রতিষ্ঠানে খেলোয়াড় ভর্তি কোটা পুনরায় চালু করা, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া দল গড়া, কর্মসংস্থানের ব্যবস্থা নেয়া, ক্রীড়া সামগ্রী প্রস্তুতকরণে আর আমদানিতে কর আওতামুক্ত রাখা। বিত্তবানদের ক্রীড়ায় অর্থ অনুদানের উপর থেকেও করমুক্ত রাখাসহ আটটা সুপারিশ দেয়া হয়েছে সরকারকে।

জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরামের সভাপতি আসাদুজ্জামান কোহিনূর বলেন, মাঠে যারা খেলাধুলা করছে তাদের মধ্যে কত পার্সেন্ট শিক্ষা দীক্ষার সঙ্গে সংযুক্ত তা আমরা খোঁজ নিচ্ছি। আমরাতো তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে পারবো না। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসে এ বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে পারি।

ফোরামের নেতারা বলছেন, দীর্ঘদিনের গবেষণায় ছেকে তোলা হয়েছে ৮ দফা সুপারিশ। যা বাস্তবায়নে আশাবাদী তারা।

বাস্তব সম্মত আট সুপারিশ দ্রুত বাস্তবায়নে সরকার কতটা আন্তরিক হবে এখন সেটাই দেখার অপেক্ষা।

আরও পড়ুন