জাতীয়, রাজনীতি, রাজধানী

'খালেদা জিয়া দেশের বাইরে যেতে চাইলে সিদ্ধান্ত নেবে আদালত'

ময়ূখ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৪ঠা মে ২০২১ ০৫:৫৬:৫৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চিকিৎসার জন্য খালেদা জিয়া দেশের বাইরে যেতে চাইলে সিদ্ধান্ত নেবে আদালত। তবে এ বিষয়ে এখনও তার পরিবারের পক্ষ থেকে কোন আবেদন করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "খালেদা জিয়া যে সাজা ভোগ করছিলেন, সেটি স্থগিত করে তাকে চিকিৎসার সুযোগ করে দেয়া হয়েছিল। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে তার ইচ্ছা অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন, এই পর্যন্ত আমাদের জানা। তিনি যাতে উন্নত চিকিৎসা পান সেজন্য প্রধানমন্ত্রী দেশে থেকেই ব্যবস্থা করে দিয়েছেন।"

তিনি আরো বলেন, "প্রাপ্ত সুবিধার বাইরে অন্য কোনও সুযোগ নিতে চাইলে খালেদা জিয়াকে আদালতে যেতে হবে।"

আরও পড়ুন