আন্তর্জাতিক

হংকংয়ে বিক্ষোভে নেতৃত্ব দেয়াদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শনিবার ১লা আগস্ট ২০২০ ১০:০২:২৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গণতন্ত্রপন্থি বিক্ষোভে নেতৃত্ব দেয়া ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে হংকংয়ের পুলিশ।

চীনের বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন চালুর পর তারা বিভিন্ন দেশে আশ্রয় নেন। তাদের মধ্যে রয়েছেন মার্কিন নাগরিক স্যামুয়েল চু এবং যুক্তরাজ্যে আশ্রয় নেয়া ন্যাথান ল ও সাইমন চেংসহ আরও তিন বিক্ষোভকারী।

তাদের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদে উস্কানি দেয়া এবং বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এর মাধ্যমে গণতন্ত্রের পক্ষে অন্যান্য বিক্ষোভকারীদেরও গ্রেপ্তার করা হবে বলে স্পষ্ট বার্তা দিচ্ছে চীন।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের কাছে এমনটাই জানান স্যামুয়েল চু। সম্প্রতি হংকংয়ে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভকারীদের নিরাপত্তায় চীনের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি বাতিল করে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

আরও পড়ুন