রাজধানী

গণপরিবহনে উদাসীনতা

ময়ূখ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৮ই এপ্রিল ২০২১ ০৮:৫৭:২২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার শর্ত এবং জনসাধারণের ভোগান্তি কমাতে লকডাউনে সব মহানগরীতে গণপরিবহণ চালুর অনুমতি দিলেও নিদের্শনা মানার ব্যাপারে উদাসীন বাসচালক ও সহকারীরা।

নির্দেশনা মানাতে প্রশাসনের তৎপরতাও তেমন একটা চোখে পড়েনি রাজধানীর সড়কে। বর্ধিত ভাড়া নিয়ে অর্ধেক যাত্রী পরিবহণ করলেও বাসগুলোতে নেই স্যানিটাইজ করার ব্যবস্থা।  

করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন শিল্পকারখানা, ব্যাংক, জরুরি সেবা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান চালু রেখে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করে সরকার। তবে লকডাউনের প্রথম দুইদিনে গণপরিবহণ বন্ধ থাকার পর কর্মজীবী মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে বুধবার থেকে গণপরিবহণ চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়।  

আরও পড়ুন