জেলার সংবাদ

গণপরিবহন বন্ধ থাকলেও বিকল্প যানবাহনে বাড়ি ফিরছে মানুষ

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ২৩শে মে ২০২০ ০১:২৯:১৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও ঈদ উপলক্ষে গ্রামে ফিরছেন রাজধানীর মানুষ।

শনিবার সকাল থেকেই সাভার-আশুলিয়ার মহাসড়কগুলোতে ব্যাক্তিগত গাড়ির পাশাপাশি ভাড়ায় চালিত মাইক্রোবাস, পিকআপসহ মোটরসাইকেলে করে যাত্রীদের গন্তব্যের উদ্যেশে রওনা হতে দেখা যায়।

ডিইপিজেডসহ সাভার আশুলিয়ার প্রায় সব শিল্প কারখানায় ইতোমধ্যে ঈদের ছুটি শুরু হয়েছে। তবে বেশিরভাগ কারখানাই ঈদের ৩য় দিন থেকেই চালু হবার কথা থাকায় এবারের ঈদ যাত্রায় পোশাক শ্রমিকদের বাড়ি ফেরার হার অনেকটা কম।

এদিকে ভাড়ায় চালিত প্রাইভেটকার ও মাইক্রোবাসে যাত্রার ক্ষেত্রে খরচ বেশি হবার কারনে অনেকেই বেছে নিচ্ছেন ট্রাক-পিকআপের মত যানবাহন। তবে প্রায় সব ক্ষেত্রেই সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয়টি উপেক্ষিত হচ্ছে ফলে বাড়ছে করোনা সংক্রমনের ঝুকিঁ।

মহাসড়কগুলোতে দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান পরিবহনগুলো যেন অতিরিক্ত যাত্রী বহন ও ঝুঁকিপূর্নভাবে চলাচল না করে সেদিকে তাদের নজরদারি রয়েছে।

আরও পড়ুন