জেলার সংবাদ, কৃষি

গাছে পাকেনি, তাই অপরিপক্ক আম নামাননি রাজশাহীর চাষিরা

রাজশাহী প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ১৫ই মে ২০২০ ১২:৩০:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ শুক্রবার (১৫ই মে) থেকে রাজশাহীতে আম নামানোর সময়সীমা নির্ধারণ থাকলেও গাছে আম না পাকায় চাষিরা আম নামাননি।

চাষিরা জানান, ঘনঘন হালকা বৃষ্টি, ঠান্ডা আবহাওয়া ও কিছুটা বিলম্বে মুকুল আসায় এবার আম পাকতে কিছুটা সময় বেশি লাগবে। তাই অপরিপক্ক আম তারা নামাচ্ছেন না।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল হক জানান, ১৫ই মে’র আগে আম নামানো যাবে না বলে সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তাই বলে অপরিপক্ক আম নামানোর বাধ্যবাধকতা নেই। আম পরিপক্ক হলেই চাষীরা নামাতে পারবেন।

তিনি আরও জানান, ১৫ই মে কোথাও আম নামানোর তথ্য জেলা কৃষি বিভাগ পায়নি। গুটি আম বাণিজ্যিকভাবে তেমন প্রভাব ফেলে না। তাই পারিবারিকভাবে অল্প কিছু আম কেউ কেউ নামাতে পারেন। সে তথ্য আমাদের কাছে নেই। গতকাল রাতেও বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে আম পাকতে বিলম্ব হয়। তবে এক সপ্তাহের মধ্যেই আম নামানো শুরু হয়ে যাবে।

আরও পড়ুন