জাতীয়, জেলার সংবাদ, কিডজ জোন

গাজীপুরে শিশু উন্নয়ন কেন্দ্রে নিরাপত্তা জোরদার

ময়ূখ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৮ই আগস্ট ২০২০ ০৮:৩৩:৫৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে তিন কিশোর নিহতের পর গাজীপুরের দুটি শিশু উন্নয়ন কেন্দ্রে জোরদার করা হয়েছে নিরাপত্তা।

অপ্রীতিকর ঘটনা এড়াতে শিশু-কিশোরদের খেলায় ব্যস্ত রাখা হচ্ছে।  এমনকি সংশোধনাগার থেকে ছাড়া পাওয়া কিশোর-কিশোরীদেরও তদারকি করছে সমাজসেবা অধিদপ্তর।  

প্রায় ৪৬ বছর আগে গাজীপুরের কিশোর অপরাধীদের জন্য প্রতিষ্ঠিত হয় কিশোর ও কিশোরীদের দুটি শিশু উন্নয়ন কেন্দ্র। সম্প্রতি যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহত হওয়ার পর অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করেছে কর্তৃপক্ষ। 

শিশুদের মানসিকভাবে ব্যস্ত রাখতে বিভিন্ন খেলাধুলার আয়োজনও করা হয়েছে সেখানে।

সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম আনোয়ারুল করিম জানান, চলমান কার্যক্রমের পাশাপাশি বেশ কিছু সচেতনতামূলক কার্যক্রম রাখা হয়েছে শিশুদের জন্য। এর মধ্যে রয়েছে ফুটবল টুর্নামেন্ট, অভিভাবকদের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎ এর মধ্যে কার্যক্রম। 

এছাড়া, করোনা সংকটে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে ছাড়া পাওয়া ৫৮৬ জন কিশোর-কিশোরীকে নিয়মিত তদারকি করা হচ্ছে।  তারা যেন নিরাপদে থাকে, এবং আদালতের মাধ্যমে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে সে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি। 

এদিকে, শিশুদের নিয়মিত মনিটরিং ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও সাবধান হওয়ার নির্দেশনা গাজীপুর জেলা প্রসাশক এসএম তরিকুল ইসলাম। 

আরও পড়ুন