বিনোদন, অন্যান্য

গায়ক মান্না দে'র মৃত্যু বাষির্কী আজ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২৪শে অক্টোবর ২০২০ ১২:৫৯:২৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলা আর হিন্দি সিনেমার ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা প্লেব্যাক  গায়ক মান্না দে'র মৃত্যু বাষির্কী আজ। ২০১৩ সালে এই দিনে বেঙ্গালুরুর একটি হাসপাতালে জীবনাবসান ঘটে কিংবদন্তী এই শিল্পীর।

কয়েক দশক ধরে,  বাংলা-হিন্দি গানের সুরের জাদুতে মন্ত্রমুগ্ধ করে রাখা মান্না দের প্রকৃত নাম প্রবোধ চন্দ্র দে। জন্মেছিলেন ১৯১৯ সালে পহেলা মে, কলকাতায়। সংগীতের হাতেখড়ি কাকা কৃষ্ণ চন্দ্রের হাতে।

হিন্দি, বাংলা, মারাঠি গুজরাটি সহ অজস্র ভাষায় সাড়ে তিন হাজারের বেশি গান গেয়েছেন।  বৈচিত্রতার বিচারে তাঁকেই হিন্দি গানের ভুবনে সব যুগের সেরা গায়ক হিসেবে স্বীকার করে থাকেন সংগীতবোদ্ধারা।

মোহাম্মদ রফি, কিশোর কুমার, মুকেশের মতো প্রখ্যাত সংগীতশিল্পীদের সমান্তরালে তিনিও ১৯৫০ থেকে ১৯৭০-এর দশক পর্যন্ত ভারতীয় চলচ্চিত্র জগতে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।

গানে অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাকে ১৯৭১ সালে পদ্মশ্রী, ২০০৫ সালে পদ্মবিভূষণ ও ২০০৯ সালে দাদা সাহেব ফালকে সম্মাননায় অভিষিক্ত করে। ২০১৩ সালের এই দিনে ৯৪ বছর বয়সে মৃত্যু হয় ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ এই গায়ক। 

আরও পড়ুন