আন্তর্জাতিক, অন্যান্য

গিনি ও কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব, ৬ দেশে সতর্কতা জারি

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১৭ই ফেব্রুয়ারি ২০২১ ১১:৪২:৫০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনার প্রাদুর্ভাবের মধ্যেই গিনি ও কঙ্গোতে বাড়ছে ইবোলায় আক্রান্ত রোগীর সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে ছয়টি আফ্রিকান দেশকে ইবোলার সংক্রমণ রোধে সতর্কবার্তা দিয়েছে।

গিনির প্রতিবেশি দেশ সেনেগাল, গিনি-বিসাও, মালি,আইভরি কোস্ট, সিয়েরা লিওন ও লাইবেরিয়াতে ইবোলা সতর্কতা জারি করেছে সংস্থাটি। গিনিতে ইবোলায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এছাড়া কঙ্গোতেও দেখা দিয়েছে ইবোলা। দেশটিতে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ইবোলায় প্রাণ গেছে ২ হাজার দুইশ এর বেশি মানুষের। এর আগে ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত চলা ইবোলার প্রাদুর্ভাবে গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ১১ হাজার ৩শ মানুষের মৃত্যু হয়। 

আরও পড়ুন