বাংলাদেশ, জাতীয়, রাজধানী

গুলশানে প্লাস্টিক কুড়ালেন ইইউ'র রাষ্ট্রদূত

আনোয়ার হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ৯ই অক্টোবর ২০১৯ ০৪:৫২:১৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ বুধবার গুলশানের লেকপাড়ে প্লাস্টিক বিরোধী পরিচ্ছন্নতা কার্যক্রমে কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন।

রাজধানী গুলশানের লেকপাড়ে প্লাস্টিক বিরোধী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা। এসময় কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন।

আজ সকালে প্রকৃতি ও জীবন নামে একটি সংগঠনের যৌথ উদ্যোগে গুলশানের গুলশান ৩২ নম্বর সড়কের লেকপাড়ে পরিত্যাক্ত প্লাষ্টিক সংগ্রহ শুরু করে ইউ সদস্যরা। আয়োজকরা জানান, প্লাষ্টিক মাটির সাথে না মেশার কারণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। ইইউ সদস্যরা লেকপাড়ে এ কার্যক্রম শুরু করেছে।

এর ফলে জনগন সচেতন হয়ে প্লাস্টিক বর্জনে উদ্যোগী হবে বলে মনে করেন তারা। আয়োজনে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ছাড়াও ইতালির রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।  

আরও পড়ুন