আন্তর্জাতিক, আমেরিকা, আরব

গ্যাস-বিদ্যুৎ আমদানির জন্য আবারও মার্কিন নিষেধাজ্ঞা ছাড় পেল ইরাক

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি ২০২০ ০৭:০৬:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরান থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানির জন্য ইরাককে আবারো নিষেধাজ্ঞা ছাড় দিয়েছে মার্কিন সরকার। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

ইরাকের দুই জন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এপি জানিয়েছে, নতুন ছাড়ের আওতায় ইরাক আরো ৪৫ দিন প্রতিবেশী ইরান থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানি করতে পারবে।

এর আগে, গত অক্টোবর মাসে ইরাককে ১২০ দিনের নিষেধাজ্ঞা ছাড় দিয়েছিল আমেরিকা এবং ওই ছাড়ের মেয়াদ ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। সে হিসেবে আজই ওই মেয়াদ শেষ হচ্ছে।

তবে ইরাক যাতে বিদ্যুৎ সংকটে না পড়ে সেজন্য ইরান থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানির জন্য নতুন করে নিষেধাজ্ঞা ছাড় অনুমোদন করলো আমেরিকা। ইরাক এ সময়ের মধ্যে গ্যাস উত্তোলনে স্বাধীন হওয়ার জন্য একটি পরিকল্পনা পেশ করবে। এরপর নিষেধাজ্ঞা ছাড়ের সময়সীমা আরো বাড়ানো হবে।

নিষেধাজ্ঞা ছাড়ের ব্যাপারে ইরাকের পক্ষ থেকে যেসব কর্মকর্তা জড়িত ছিলেন তাদের মধ্যে একজন জানিয়েছেন, সময়সীমা বাড়ানোর ব্যাপারে আমেরিকার কাছে নতুন কোনো পরিকল্পনা পেশ করা হয়নি।

আরও পড়ুন