আন্তর্জাতিক, ইউরোপ

গ্রিসে ফ্রিজার ট্রাক থেকে ৪১ জনকে জীবিত উদ্ধার

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই নভেম্বর ২০১৯ ০১:৩৬:৪৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গ্রিসের উত্তরাঞ্চলে একটি ফ্রিজার ট্রাক থেকে অন্তত ৪১ অভিবাসন প্রত্যাসীকে জীবিত উদ্ধার করেছে দেশটির পুলিশ।

সোমবার তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে।  তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, গ্রিসের উত্তরাঞ্চলীয় জানথি শহরের হাইওয়েতে নিয়মিত তল্লাসির সময় ট্রাকটিকে আটক করা হয়।

উদ্ধারকৃতরা আফগানিস্তানের নাগরিক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  এদের মধ্যে সাতজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। বাকিদের শারীরিক অবস্থা ভাল রয়েছে বলে জানিয়েছে গ্রিস পুলিশ।

গতমাসে লন্ডনের এসেক্সে একটি ফ্রিজার লরি থেকে ভিয়েতনামের ৩৯ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন