বিনোদন, লাইফস্টাইল

ঘরবন্দি সময়ের যত আয়োজন

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩১শে মার্চ ২০২০ ০৮:১৫:০১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কোয়ারেন্টিনে বইপড়া, গান শোনা, ইন্টারনেটে সময় কাটানোর পাশাপাশি মজার মজার সব কাজ।

আপৎকাল বয়ে এনেছে বিস্তর অবসর। পরিকল্পনার বাইরের সে সময়কে নানানভাবে কাজে লাগাচ্ছেন অনেকে। বইপড়া, গান শোনা, ইন্টারনেটে সময় কাটানোর পাশাপাশি মজার মজার সব কাজ হচ্ছে এসময়।

ঘরবন্দি সময়ও যে কত আনন্দময় আর বৈচিত্র্যে কাটানো সম্ভব তার চিত্র ঘুরছে সামাজিক যোগোযোগ মাধ্যমে। সারাদেশে দশদিনের সাধারণ ছুটি। জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া বারণ। সেই সময়টা যেন বিরক্তিতে না কাটে তাই নানান আয়োজন সঙ্গনিরোধকারীদের।

মুখরোচক খাদ্য তৈরিতে ব্যস্ত কেউ। কেউবা পরীক্ষা-নিরীক্ষা করছে নানান পদ। তবে, অধিকাংশ মানুষই সঙ্গ দিচ্ছেন বন্ধুদের। ভার্চুয়াল আড্ডায় মেতে ফিরে যাওয়ার চেষ্টা পুরানো দিনে।

বইপড়া, সিনেমা দেখা, ছবি আঁকাসহ সৃজনশীল কর্মেও মনোনিবেশ করছেন অনেকে। এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টের ক্যাপশনও করোনা কেন্দ্রিক।

আরও পড়ুন