আন্তর্জাতিক, এশিয়া

'ঘূর্ণিঝড় হাগিবিসের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৬৮ জন'

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৫ই অক্টোবর ২০১৯ ০৬:৪৫:৫৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাপানে ঘূর্ণিঝড় হাগিবিসের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে।

এরমধ্যে ২৫ জনই মারা গেছে জাপানের ফুকুশিমা শহরে।  আহতের সংখ্যা দুই শত ছাড়িয়েছে। এখনও নিখোঁজ অন্তত ১৫ জন। এদিকে, নিহতদে স্মরণে পার্লামেন্টে নীরবতা পালন করা হয়।

ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী টাইফুন হাগিবিস শনিবার সন্ধ্যায় জাপানের পূর্বাঞ্চলে তাণ্ডব চালায়। রবিবার থেকেই চলছে উদ্ধার তৎপরতা। তিনদিন পার হলেও বাড়ছে মৃতের সংখ্যা। ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাপানের ফুকুশিমা শহর। 

এরই মধ্যে, ঝড়ের প্রভাবে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে ২২ হাজারেরও বেশি বাড়িঘর। রয়টার্স জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় অন্তত এক লাখ ৩৩ হাজার পরিবারে নেই বিশুদ্ধ খাবার পানি। 

দেশটির নির্মাণ অবকাঠামো মন্ত্রণালয় জানিয়েছে, ঘূর্ণিঝড়ে ৪৭টি নদীর ৬৬ পয়েন্টে বাঁধ ভেঙে গেছে। অনেক এলাকা পানিতে ডুবে থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিকভাবে নিরূপন করা সম্ভব হচ্ছে না। এদিকে, ক্ষতিগ্রস্তদের সব রকম সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। 

এদিকে, দুই গৃহহীন মানুষকে আশ্রয় কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেয়ায় সমালোচনার ঝড় বইছে জাপানে।

আরও পড়ুন