জাতীয়

ঘোষণা দিয়েও বিমানের ফ্লাইট বাতিলে ক্ষুব্ধ যাত্রীরা

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ১৭ই এপ্রিল ২০২১ ০৯:১০:১২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশেষ ফ্লাইটের ঘোষণা দিয়েও বাতিল করা হয়েছে বাংলাদেশ বিমানের ৮ টি ফ্লাইট। তবে সালাম এয়ারের একটি ফ্লাইট যাত্রা করেছে ওমানের উদ্দ্যেশে।

কঠোর বিধি নিষেধের মধ্যে কয়েকগুন বেশী টাকায় যানবহন ভাড়া করে দেশের বিভিন্ন এলাকা থেকে যাত্রী বিমান বন্দরে এসে জানতে পারে বাতিল হয়েছে তাদের ফ্লাইট। এমন পরিস্থিতিতে আর্থিক ভোগান্তী আর অর্থিক ক্ষতির পাশাপাশি যুক্ত হয়েছে শংকা।  

বিমানের পক্ষ থেকে ক্ষুদে বার্তা দিয়ে যাত্রীদের ফ্লাইটের বিষয়ে নিশ্চিত করা হলেও হঠাৎ ফ্লাইট বাতিলে ক্ষুব্ধ যাত্রীরা। শনিবার (১৭ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদগামী ফ্লাইট (বিজি৫০৩৯) সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। এ কারণে এয়ারলাইন্সের নির্দেশনা অনুসারে ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে যাত্রীরা আসলেও ফ্লাইটটি বাতিল করা হয়। এ কারণে ক্ষুব্ধ হয়ে প্রবাসী কর্মীরা বিক্ষোভ করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

বৃহস্পতিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছিল, রিয়াদগামী ১৭ এপ্রিলের  ফ্লাইট (বিজি৫০৩৯) ভোর ৪টার পরিবর্তে সকাল ৬টা ১৫ মিনিটে  ছাড়বে। যাত্রীদের করোনার নেগেটিভ সনদসহ যাত্রার ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হতে হবে।

এয়ারলাইন্সের নির্দেশনা অনুসারে এই লকডাউন পরিস্থিতিতে রাত ১টার মধ্যেই বিমানবন্দরে আসেন যাত্রীরা। কেউ কেউ আরও কয়েক ঘণ্টা আগে এসেই অপেক্ষা করছিলেন। কিন্তু রাত ২টার দিকে যাত্রীদের জানানো হয়, ফ্লাইটটি বাতিল হয়েছে। সৌদি আরব বিমানকে সে সময়ে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি। এ খবর শুনেই ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। তারা বিমানবন্দরের টার্মিনালে প্রবেশ মুখেই বিক্ষোভ শুরু করেন। ৩১৪ জন যাত্রী এসেছিলেন এই ফ্লাইটটিতে যাওয়ার জন্য।

গত ১৫ এপ্রিল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় ১৭ এপ্রিল সকাল ছয়টা থেকে রিয়াদ, দাম্মাম, জেদ্দা, দুবাই, আবুধাবী, মাস্কাট, দোহা ও সিঙ্গাপুর বিশেষ ফ্লাইট চালু করতে যাচ্ছে। শুধু প্রবাসী কর্মীরা এসব ফ্লাইটে যেতে পারবেন। আর দেশে আসলে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে প্রবাসী কর্মীদের। পাঁচ দেশে ফ্লাইট পরিচালনার জন্য ১২টি এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই ১২টি এয়ারলাইন্স হচ্ছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স, ওমান এয়ার, সালাম এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ইতিহাদ, এয়ার অ্যারবিয়া, এয়ার অ্যারাবিয়া আবুধাবি, ফ্লাই দুবাই ও সিঙ্গাপুর এয়ারলাইন্স।

আরও পড়ুন