জেলার সংবাদ

চট্টগ্রামে দরিদ্রদের সহায়তায় সেনাবাহিনীর এক মিনিটের বাজার

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২৩শে মে ২০২০ ১২:৩৪:২১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের আগ্রাবাদ হাই স্কুল মাঠে এক মিনিটের ঈদ বাজার থেকে দরিদ্রদের খাদ্য ও নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য দিয়ে সহায়তা করেছে সেনাবাহিনী।

সকালে প্রায় দেড় হাজার মানুষকে শাড়ি, লুঙ্গি, সেমাই, দুধসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়। সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের উদ্যোগে এই কার্যক্রম চলছে। এর আগে নগরীর বিভিন্ন স্থানে এক মিনিটের বাজার থেকে বিনামূল্যে শাকসবজি ও খাদ্যদ্রব্য বিনামূল্যে বিতরণ করা হয়।

হতদরিদ্র জনগণকে সহায়তা করতে ডাটাবেজ তৈরির পর টোকেন সরবরাহ করে এ সেবা কার্যক্রম চলছে।করোনা পরিস্থিতিতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনীর কর্মকর্তারা।

এ প্রসঙ্গে ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তানভীর মাজহার বলেন, 'দুদিনে প্রায় তিন হাজার নিম্ন আয়ের পরিবারকে ঈদের বাজারের সেবা প্রদান করলাম।ঈদ বাজারে স্থানীয় জনগণ ভলেনটিয়ার হিসেবে আমাদের কার্যক্রমে অংশ নিয়েছেন।' 

আরও পড়ুন