জাতীয়, ইসলাম

চাঁদ দেখা গেছে, বুধবার রোজা

আবু বকর

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৩ই এপ্রিল ২০২১ ০৭:২৪:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, বুধবার প্রথম রোজা।

শুরু হলো মুসলমানদের পবিত্র মাস মাহে রমজান। চট্টগ্রামে চাঁদ দেখার পরে আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার রাতে তারাবি নামাজ আদায় ও শেষ রাতে সেহেরি খেয়ে বুধবার প্রথম দিনের রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। আগামী ৭ ই মে জুমাতুল বিদা এবং ৯ই মে রাতে পবিত্র শবে কদর।

এদিকে, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ থেকে মানুষকে সুরক্ষা দিতে মুসল্লি সংখ্যা নিয়ন্ত্রণ করেছে ধর্ম মন্ত্রণালয়। মসজিদে তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদেমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে। সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় শাখা থেকে এ বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।

এর আগে, মঙ্গলবার থেকেই রোজা পালন করছেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। সৌদির দুই প্রধান মসজিদ মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে তারাবির নামাজ ২০ রাকাতের পরিবর্তে ১০ রাকাত করার নির্দেশ দিয়েছেন সৌদি বাদশা।

আরও পড়ুন