বাংলাদেশ, জাতীয়, আইন ও কানুন

চিকিৎসক ও নার্সদের দ্রুত সরঞ্জামাদি দিতে হাইকোর্টের নির্দেশ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২২শে মার্চ ২০২০ ০৩:৪০:৩২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাস থেকে রক্ষায় হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্টদের নিরাপত্তায় প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও সরবরাহের জন্যে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে, করোনা প্রতিরোধে কি কি উপকরণ দরকার সেটি নির্ধারণ করতে কমিটি করার নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই কমিটিকে তালিকা করার নির্দেশ দিয়েছে আদালত।

এক আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। ওই কমিটির সদস্য হবেন, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআরের পরিচালক ও সেন্ট্রাল মেডিসিন স্টোরের পরিচালক।

ওই তালিকা বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়কে অর্থ বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন