ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি-ম্যানসিটি রোমাঞ্চকর লড়াই রাতে

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ২৮শে এপ্রিল ২০২১ ০৯:০৬:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ১ম লেগে পিএসজি-ম্যানচেস্টার সিটির লড়াই আজ। পিএসজির হোমগ্রাউন্ড পার্ক দো প্রিন্সেসে ম্যাচ শুরু রাত ১টায়।

পিএসজি-ম্যানসিটি, ইউরোপিয়ান ফুটবলের দুই পাওয়ার হাউস। এই দুদলের ট্রফি উইনিং লিস্টে গন্ডায় গন্ডায় লিগ ট্রফি থাকলেও ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট জেতা হয়নি কখনো। 

পিএসজি, গেলবারের ফাইনালিস্ট, বায়ার্নের কাছে হেরে শিরোপা ছোঁয়া হয়নি প্যারিসিয়ানদের। এবার কোয়ার্টারেই বায়ার্নকে হটিয়ে শোধ নেয়া হলেও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কঠিন দূরত্বে মাওরিসিও পচেত্তিনোর ছেলেরা। 

দুর্দান্ত ফর্মে কিলিয়ান এমবাপ্পে, নেইমার জুনিয়র, অ্যাঞ্জেল ডি মারিয়া। সাত ডাবলস এক হ্যাটট্রিক নিয়ে শেষ ১৪ ম্যাচে ১৯ গোল এমবাপ্পের। ফিরছেন মার্কোনিউস ও মার্কো ভেরাত্তি। পুরো শক্তির দল নিয়েও পিএসজি কোচ পচেত্তিনো চ্যাম্পিয়ন বায়ার্ন থেকেও ভয়ঙ্কর মনে করছেন সিটিজেনদের। গার্দিওলার ম্যানসিটির বিপক্ষে হোম ম্যাচে কোন ছোট্ট ভুলের খারাপ লাগায় পুড়তে চায়না পিএসজি। 

এদিকে, ম্যানসিটি বস পেপ গার্দিওলার পরামর্শ ছেলেদের বলেছেন, আনন্দ নিয়ে খেলতে। প্যারিসের প্রতিটা মুহুর্ত উপভোগ করতে। ইউরোপ সেরার লড়াইয়ে সেরা চারে, আনন্দ উদযাপনে সেটাও কম কিছু নয়। 

২০১৬তে শেষবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলেছিল ম্যানসিটি। সেবার রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছিল সিটিজেনরা। এবার ফাইনালে খেলার টার্গেট ইপিএল জায়ান্টদের।

৯০ মিনিট আক্রমণ সামলে খেলার অভিজ্ঞতা আছে ম্যানসিটির। কাজেই প্রতিপক্ষের শক্তি, দূর্বলতা বিশ্লেষন নয়, নিজেদের স্টাইলেই খেলবে ম্যানসিটি। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এর আগে তিনবার মুখোমুখি হয়েছে পিএসজি-ম্যানসিটি। এক ম্যাচে জয় ইংলিশ জায়ান্টদের, বাকি দুই ম্যাচ ড্র।

আরও পড়ুন