অর্থনীতি, রাজধানী

চড়া ভোজ্যতেলের বাজার, চিনির দামও বাড়তি

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শুক্রবার ২২শে জানুয়ারী ২০২১ ১২:৪৩:১১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সপ্তাহের ব্যবধানে আবারো বেড়েছে খোলা চিনির দাম। আর খোলা তেলের দাম কিছুটা কমলেও তা এখনো সাধারণ ক্রেতার নাগালের বাইরে। বেড়েছে সব ধরণের বোতলজাত ভোজ্যতেলের দামও।

দফায় দফায় বেড়ে চলতি মাসেই সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছে খোলা সয়াবিন তেল। শুক্রবার (২২ জানুয়ারি) রাজধানীর বাজারগুলোতে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ১১৮/১২০ টাকা কেজি দরে।

খোলা সয়াবিনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বোতলজাত সয়াবিনের দামও। পাচঁ লিটারের তেল বিক্রি হচ্ছে গড়ে ৫৯০ থেকে ৬১০ টাকায়। তেলের দামের এমন উর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন ক্রেতা ও খুচরা বিক্রেতারাও।

সয়াবিনের পাশাপাশি বেড়েছে রাইস ব্র্যান্ড তেলের দরও। বাজারে কোম্পানি ভেদে ৫ লিটারের রাইস ব্র্যান্ড তেল বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৬৮০ টাকায়। বিক্রেতারা জানান, সরিষার তেলের দামও বাড়তি। দাম বাড়ায় বিক্রি কমেছে তাদের।

সয়াবিন তেলের দাম বাড়লেও সানফ্লাওয়ার তেল বিক্রি হচ্ছে আগের দরেও। বিক্রেতারা আরো জানান, চড়া হলেও এ জাতীয় ভোজ্যতেল দীর্ঘদিন থেকেই বিক্রি হচ্ছে একই দামে।

এদিকে, সপ্তাহের ব্যবধানে বাজারে আবারো বেড়েছে চিনির দাম। খোলা চিনি বিক্রি হচ্ছে ৬৮ টাকা কেজি দরে।

ভোজ্যতেল, চিনিসহ অন্যান্য নিত্যপণ্যের দর ক্রেতার নাগালে রাখতে সরকারের দ্রুত হস্তক্ষেপ চান রাজধানীর ক্রেতারা।

আরও পড়ুন